প্রকাশিত: Fri, Aug 4, 2023 10:34 PM
আপডেট: Sat, May 10, 2025 12:12 AM

[১]সোমবার রাজধানীতে ১৪ দলের সমাবেশ

এম এম লিংকন: [২] এদিন  বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করছে এই জোট। 

[৩] শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

[৪] সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না